সোনার খাঁচায় পুষি পাখি
আদর ভালবাসা দিয়ে রাখি।
কহিলাম কথা পাখির সনে
জায়গা দিলাম হৃদয় কোণে।
পাখির সনে হৃদয় গাঁথা
কহিলাম তাকে মনের কথা।
যাবে হারিয়ে শোকগাঁথা
ভুলতে চাই বিয়োগ ব্যথা।
একদিন পাখি কইলো মোরে
স্বজাতির খবর দেয় যেন তারে।
সুখে আছে পাখি আমার আদরে
সুখের খবর দেয় যেন স্বজাতিরে।
স্বজাতিরে দিলেম সুখের সন্দেশ
শুনে ধরিল তাহারা মরনের বেশ।
একথা যখন বলিলাম পাখিরে
পাখি আমার মরনের বেশ ধরে।
মনের কষ্টে খাঁচার দরজা খুলিয়া
সমাধি দিতে চাইলাম সাজাইয়া।
পাখি আমার দিল উড়াল
বসল গাছের মগ ডালে।
মরনের বেশে পালানোর পথ
দেখিয়েছিল স্বজাতি কৌশলে।
দিয়েছিল তারা তোমাকে ধোকা
বনের পাখি খাঁচায় থাকে না বোকা।।