আঁধার রজনী পেরিয়ে, এনে দিলে রাঙা  প্রভাত,
শিখিয়ে দিলে, স্বাধীন আকাশে উঁড়িবার কী স্বাদ।
স্বাধীন ঐ  আকাশে, পাখিরা ডানা মেলে উড়ে যায়,
স্বাধীনতার লাল সূর্যটা,মাথা উচুঁ করে   জানাই।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, বঙ্গবন্ধু মরে নাই।।
তুমি আছো মুক্তিকামী,অগনিত মানুষের প্রাণে
তুমি রবে হাজার বছর,আগামী প্রজন্মের মনে।।
উঁড়ে যায় পাখী,গেয়ে যায় মনের সুখে গান,
সবুজ বাংলায় মিশে আছে,শেখ মুজিবুর রহমান।