ঋতুরাজ বসন্তের আগমনে
প্রকৃতি সাজিলো ফুলে ফুলে,
শত ফুল ফুঁটিল আমার কাননে।
বাতাসে মিষ্টি ফুলের গন্ধ
না শীত না গরম,কী আনন্দ।
এমন দিনে কুহু কুহু কোকিল
মনের আনন্দে যায় ডাকিয়া,
তুমি এসে যাও রসিকতা করিয়া।
যখন তীব্র শীতে কম্প লাগে
হাড় কেঁপে উঠে নিদারুন মাঘে।
তখন কোথায় থাকো তুমি সখা?
আমি কাঁপিয়া কাঁপিয়া
হাপিয়া উঠি একা একা।
যখন কালবৈশাখী ঝড়ে
আমার ঘরের চালা উড়ে।
বানের জলে আসে ধকল
চোখের জলে ভাসে কপোল।
উননে উঠে না হাড়ি
জলে ভাসে মোর বাড়ি।
বদনে আমার যেন পঙ্কিল
পাইনা যখন পানের সলিল,
তুমি বন্ধু বসন্তের কোকিল।