যাকে আমি পাই নাই
সে থাকে ভাবনায়।
তাহারি মাঝে আমি
নিজেকে হারাই।।
চাঁদ তো আর আসে না
দূর থেকে ছড়ায় জ্যোস্না।
জীবন কি আর থাকে থেমে
দুঃখ কষ্টের ধরাধামে।
কুয়াশা কি আর
বৃষ্টির মত ভেজায়।
জীবনের গতিপথ
হতাশায় ডুবে যাই।
যে নদীর গতিপথ বদলায়
যে তীর ধনুক থেকে
বের হয়ে যায়।
ফিরবে কী তা?
কারো বৃথা চেষ্টায়।