সবুজের সমারোহ দেখে
ফুল আশা করছো?
তবে কি পথিক তুমি
মাটি হতে পেরেছো?
সমুদ্রের পাড় দাড়িয়ে
মনি মুক্তু আশা করছো?
বল পথিক এ জীবনে
কতটুকুই ঝিনুক কুড়িয়েছো?
খনির পাশে দাড়িয়ে হীরক
আশা করা যায়  না।
কয়লা খনির শ্রমিকের
কষ্টের কথা আছে জানা?
পরিশ্রমহীন ফল লাভের আশা?
সময় শেষে পাবে শুধু হতাশা।
জলে না নেমে হয়না সাঁতার জানা
সময়ের অপচয়ে নেমে আসে যাতনা।
সূর্যের ঝলমলে  আলো চাও
তবে বদ্ধ ঘরের দুয়ার খুলে দাও।