চোগলখোর, চোগলখোর,
তার কাছে নেই আপনপর।
অন্যের দোষ বলে বেড়ায়
নিজের চরকায় তেল নাই।
অন্যের নামে মন্দ বলে,
নিজে পেতে চায় বাহবা।
রোজ হাশরে  পাবে সে,
আগুনের দুইটি জিহ্বা।।
সাধুর বেশে কাছে এসে,
মনের মাঝে শুধু হারামী।
সাময়িক সুবিধা পেলেও,
চোগলখোর জাহান্নামী।।