দেয়ালের ওপাশে রাজ্যের সুখ
এপাশে ঘিরে আছে কালো মেঘ।
ওপাশে দামী আহারের অপচয়  
এপাশে ক্ষুদার জ্বালায় আত্মত্যাগ।
ও পাশে স্বর্ণকমল আলিসান বাড়ি
সোনার ট্যাবে বিলাসী সুইমিংপুল।
আর এপাশে রেল লাইনের ধারে
মাথা গোঁজবার ঠাঁই নেই এক চুল।
দেয়ালের ওপাশে ক্ষমতার জোরে
পারমানবিক অস্ত্রের আলো জ্বলে।
আর এ পাশে ক্ষুদার রাজ্যে,
       প্রদীপ জ্বলে না সন্ধ্যা হলে।।