হৃদয়ের অ মন্দিরে ঢেকেছে আঁধারে,
পাথুরে ভজনালয়ে কত যে আলো জ্বলে।
দূর্বলেরে করেছো উচ্ছেদ, পরেছো ধার্মিকের পরিচ্ছদ ;
বহুতল ভবনের আড়ালে,বস্তিগুলো পুড়ছে ক্ষমতার দাবানলে।
দিঘে আর প্রস্থে সমান করিতে, থাবা মেরেছো কাঙালের আশ্রয়ে।
গড়েছো বিশাল শপিং মল, চারিদিকে করছে রঙিন আলো ঝলমল।
তোমার বুদ্ধির তারিফ করতে হয়,এক কোণে রেখেছো  ভজনালয়।
  দান বক্স কিছু রেখেছো নিশ্চয়,  তুমি যে ধার্মিক দিতে পরিচয়!