কি করতে হবে বুঝতে না পারা
দ্বিধা -দ্বন্দ্বে এ জীবন হলো সারা।
নিজের মন্দ ভাবে না কভু মানুষ
কল্যাণের আশায় উড়াই ফাঁনুস।
তবু দুঃখ আসে মানব জীবনে
দ্বিধা-দ্বন্দ্ব থেকে যায় অস্থির মনে।
ভাবনায় মানুষ বৃষ্টি ভিজে, বাস্তবে খরা
দ্বিধা -দ্বন্দ্বের যাতাকলে যেন দিশেহারা।
সকল দ্বন্দ্ব দূর করে দাও হে প্রভু
আলোর মর্শাল হয় না যেন নিভু নিভু।
আলোকিত করে দাও হে মোর পথ
সফলতার আগে থামে না যেন জীবন রথ।।