আমার পথে বিছিয়েছো যে কাটা
সে কাটা যেন ফুল হয়ে ফুঁটেছে।
তোমার যাবার বেলায় অন্তিম শয্যা
সে ফুলে  ফুলেই আবার সেজেছে।
ভেবেছিলে অবহেলা আর অযত্নে
অঙ্কুরের আগেই অক্কা পাবে বীজ।
মৃত্তিকা  হয়ে সব আঘাত গিলে
  আবার জন্মানো  আমি এক দ্বিজ।
ভেবে ছিলে   খড়কুটোর মত আমি
তোমার দেয়া আগুনে পুড়ে হব ছাই।
যে আগুনে আমি নিজেকে পুড়াই
সে আগুনেই সূর্যের মত আলো বিলাই।