এই শহর টা তোমার আমার
অলি গলির নাই যে শেষ।
যেখানে সেখানে ময়লা ফেলে
করছো দূষণ পরিবেশ।
ডাস্টবিন টা খালি রেখে
ময়লা রাখ চলার লেনে।
কলার খোসায় হোঁছট খেয়ে
পরবে তুমি নিজেই ড্রেনে।
ড্রেনগুলো জ্যাম বাঁধে
হয় যে নগর বন্যা।
বৃষ্টি হলে শুরু হয়
নগর বাসির কান্না।
পরিবেশের ক্ষতির প্রভাব
পড়ছে বেশি মানব দেহে।
রোগ শোক বাসা বাঁধে
শ্বাসকষ্ট  হয় ফুসফুস প্রদাহে।