আমার দেশের সরল চাষা
সারা দেশের মাটি খাসা,
মাঠ ফসলে ঠাসা ঠাসা।
চাষে লাগল যন্ত্রের ছোঁয়া
মেশিনে হয় ধান রোয়া।
হারভেস্টারে হয় ধান মাড়াই
কীটনাশকে যায় বালাই।
অধিক ফলনে কৃষকের হাসি
ডিজিটাল চাষে ফলন বেশি।
তন্ত্র মন্ত্রের দিন শেষ
চাষাবাদে  ডিজিটাল দেশ।
ট্রাক্টরে চলে চাষের হাল
গরুর কাঁধে নেই জোয়াল।
কৃষক দেশের হৃদ যন্ত্র
চাষের মাঠে বৈজ্ঞানিক যন্ত্র।