ময়ূরপঙ্খী পালকি চড়ে
নববধু শ্বশুর বাড়ি যায়।
হুনহুনা ধ্বনির ছন্দে
চার বেহারা হেঁটে যায়।
আভিজাত্যে লাজুক মুখে
শ্বশুর বাড়ি কনে যেত।
নববধুর মুখখানি দেখতে
মানুষ যে কত ভীড় করত!
সে দিন যে হারিয়ে গেল
আজ কালের পরিক্রমায়।
এমন দৃশ্য যায় না দেখা
শহর,নগর,পাড়া গাঁয়।
বাইক চালিয়ে নববধুর
শ্বশুর বাড়ি যাওয়ার দৃশ্য।
কেমন যেন হালকা  লাগে
কোথায় যাচ্ছে আভিজাত্য।
নেচে গেয়ে নববধুর
বিয়ের আনন্দ উদযাপন।
কেমন যেন মনে হয়
একটি বিয়ের বিজ্ঞাপন।
লজ্জাবতী গাছের পাতায়
লজ্জা আছে শুধু!
সে যে কেমন নতুন
ধারার ডিজিটাল বধু।