সিংহদ্বারে দিয়েছো কপাট
বাতায়ন রেখেছো খোলা।
বাহিরে চলিছে বিজ্ঞাপন
মনের ঘরে রেখে  তালা।
সবুজ অরণ্য চায় তোমার
শ্লোগানে মুখরিত আন্দোলন।
গোপাটে তোমার মুখ বাঁধা
পেটের ক্ষুধা হয় না নিবারণ।
মানুষের তরে জীবনের জয়
বক্তৃতার মঞ্চে চলে অভিনয়।
অভিনয়ে তুমি যেন নিষ্পাপ
পর্দার আড়ালে দ্বিমুখী সাপ।