একটানা সুখ,সে তো সুখ নয়
মাঝে মাঝে দুঃখের প্রয়োজন।
নইলে সুখের মুল্য যে কেমন
বুঝবে না থাকতে আয়োজন।
সুখ সে কি আপেক্ষিক নয়?
সুখের অনুভূতি থাকে অধরা,
দুঃখের সাথে যদি না হয় পরিচয়।
ভুখারি জানে  ক্ষুধার কী যন্ত্রনা
ভরা পেটে কভু তা অনুভব হয় না।।