ঘোমটার আড়ালে খ্যামটা নাচি
রাতের আঁধারে দেহ বেচি।
দিনের আলোতে সাধু সাজি
বক্তৃতার মঞ্চে লাগাই বাজি।
ইচ্ছামতে উড়াই ঘুড়ি
তোমার কিতাবের নাহি ধারধারি।
মনের খুশিতে সূত্র সাজাই
তোমার আইনের পাশ কেটে যাই।
নিজের আইনে সংবিধান বানাই
তোমার আইন বলি দিয়ে যাই।
দল ভারী করতে করি আয়োজন
তোমার বদলে মানি অন্য জন।
অন্যকে বোঝাই পাবে হীরক
তোমার সাথে করি শিরক।
নেকড়ের দেহে পড়ি ভেড়ার পোশাক
হালাল বেচে কিনি হারাম খোরাক।
স্বর্গের টিকিট বেচে অর্থ কামাই
নিজের ঝুলিতে শুধু পাপ জমাই।।