ওগো হে দুঃখ জাগানিয়া
কোথায় চলছো অকারন।
যানযটেতে নাকাল শহর
চলো, হাতটি ধরে হাঁটি দুজন।


ব্যাকরনের কঠিন নিয়মে
কর তুমি ভাষার বর্ণনা।
ভালোবাসা শব্দটা ছাড়া
ডিকশিনারিতে কিছুই খুঁজি না।


ওগো হে দুঃখ  জাগানিয়া
কিসের নেশায় ছুট শহরে।
বৃষ্টি হচ্ছে সেই অঝোরে
তোমায় নিয়ে ভিজবো আমি
তুমি থাকো কোন সে দূরে?