মাগো আমার ইচ্ছে ছিল
সংসারের হাল ধরবো।
বাবার কষ্ট লাগব করে
মুখের  হাসি ফুটাবো।
চৈত্র দিনে প্রখর রোদে
এই শহরে  হাঁটছি।
চাকরিটা পেয়ে যাব বলে
বুকে আশা বাঁধছি।
মাগো তোমায় কিনে দেব
তাঁতের  জামদানি।
বাবার জন্য আনবো কিনে
সখের জিনিস খানি।
ছোট ভাইটার একটাই দাবী
সাইকেল চায় তার।
বোন হয়ে কি ফেলতে পারি
আদরের ভায়ের আবদার।
চাকরিটা যে পেয়ে গেছি
খুশি কোথায় রাখি।
সামনের মাসে জয়েন করব
আর ক’টা দিন বাকি।
রিকসা চড়ে চলছি মাগো
শহরের  অলি গলি।
স্বপ্ন গুলো কেড়ে নিল
হঠাৎ একটা গুলি।


উৎসর্গঃ গত মাসে দুর্বৃত্তের গুলিতে নিহত সামিয়া আফরান প্রীতিকে।