ও হে নৌকা পার কর মোরে
       সাত সমূদ্র তের নদী।
যেতে চাই স্বপ্নের প্রবাসে,
তাতে পরিবারে সুখ আসে যদি।
পরিবারের সুখের  লাগি,
দিলাম নিজের সাথে আড়ি।
ভিটে মাটি বেচে,
        দেব সাত সমূদ্র পাড়ি।
মাঝ দরিয়ায় ক্ষুদার জ্বালায়
           ভাবি প্রবাস কত দূর?
দুঃসহ কষ্টে দালালের অত্যাচারে
বাজে করুণ মৃত্যুর সুর।
লাশ হয়ে ভাসিলাম দরিয়ার জলে
মা'কে বলে দিও ভাসে না যেন
                 চোখের লোনা জলে।
আমায় দেখে বুঝে নিও-
প্রবাসির মনের ব্যথা।
ইহা একটি হতভাগা প্রবাসীর
               লাশের আত্মকথা।।