ফুঁটা থলির ঘোলা জলে
ডুব দিয়াছি বেখেয়ালে।
খন্নাসেরা বসত করে
দেহের সর্দারের ঘরে।
সারে তিন হাত নৌকাখান
ঘোরের মাঝে বায় উজান।
ঘোরের মাঝে খানিক সুখ
ঘোর কাটিলে কাঁপে বুক।
জগতের সুখ ঘোলা জলে
যারা ভাবে তারাই ডুবে।
ঘোর কাটিয়া জ্ঞান ফিরিলে
বুঝবে ইহাই ধ্বংসের মূলে।