আমার নৌকাডুবি তাহার  স্বচ্ছ হাঁটু জলে
সাঁতার জেনে ডুবলাম  নিজের মধুর ভুলে।
যাহার মাঝে হৃদয় বাধা, থাকনা হাতপা খোলা
কেমন করে পাড়ি দিব হাঁটুর জলের নালা।
আমার মাঝে নেই তো আমি চলি আনমনে
প্রণয়ের সুরের মৃদু ঝংকার বাজিল কি প্রাণে?
কেমন করে ক্ষুদ্র প্রাণে প্রণয়ের সখ জাগে
মরিলাম কি এবার আমি গরীবের ঘোড়া রোগে?
এত সাধ জাগিবে কেন ওরে ছন্নছাড়া
তাহার তরে হইলাম এবার যেন পাগলপারা।
কি বাঁধনে বাধিলে তাহারে,মোর হৃদয় সনে,
অপেক্ষায় কাটে প্রহর বিজন স্টেশনে।