দুঃখ সুখের এইতো জীবন
হয় না পূরন   সকল  স্বপন।
জীবন সে তো লাভ ক্ষতির
অমিমাংসিত এক সমীকরন।
চাওয়া পাওয়ার  হিসাব করলে
ফলাফলে যেন নিরেট  বাঁধা।
অস্তাচলে লাল  সূর্য ডুবলো
জীবন সে তো গোলক ধাঁধা।
নদীর সাথে বইতে  গেলে
সাগর জলে ভাসতে হবে।
জীবন যুদ্ধে জিততে হলে
অধ্যবসায়ী  হইতে  হবে।
সারঙ্গ ভাবে শেরের চেয়ে
দ্রুতবেগে দৌড়াতে হবে।
নইলে তাকে মরতে হবে।
গুহাশয় ভাবে নিশ্চয়
আরও দ্রুত কিভাবে দৌড়াবে,
নতুবা   না খেয়ে সে মরবে।
জীবন মানে গোলক ধাঁধা
বন্ধুর পথ আচমকা আসবে।
পিছন ফিরে তাকালে তবে
পরাজয় বরন করতে হবে।