মহাজনের মালবাহী নৌকা টানি
আমি গুণ টানা নৌকার মাঝি।
স্রোতের অনুকূলে প্রতিকূলে
টানছি বিরামহীন গুণের রশি।
ঝড় জলোচ্ছ্বাস আইলা ফনী
চলছে জীবনের গুণ টানাটানি।
বন্ধুর পথ সাথে  স্বপ্ন রঙিন
জীবন চলার পথ নয় মসৃণ।
অখুশি হলে নৌকার মহাজন
শূণ্য হবে জীবনের আয়োজন।
চারিদিকে কত  হাজারো বিভ্রম
আমার চেষ্টা যেন, না হয় পন্ডশ্রম।