যা ইচ্ছে তাই,তুমি করছো ভক্ষন
হালাল হারাম ভুলে,চলছো সর্বক্ষণ।
হারাম আহারে,কবুল হয় না এবাদত
হারাম উপার্জনে,করনা ইমারত।
মূর্খরা আজ ভাবে,হালালের পথ রূদ্ধ
নদীর পানি ছাড়া,নেই কিছু আর শুদ্ধ।
হালাল খাবারে,তৃপ্তি আসে মনে
বরকত আছে বেশী,হালাল উপার্জনে।
হারাম জিনিসে,বাড়ছে চাকচিক্যে
হালাল কর গ্রহন,হউক না তা ফিকে।
হারামের হাত ছানি,চারিদিকে বেশি
হালাল পথে যেন,কম খেয়ে  বাঁচি।