ভাটিতে দিলে বাঁধ ভাঙে উজানে
ভাঙাগড়া সদা চলে নদীর জীবনে।
কত জল বয়ে চলে সাগরের বুকে
কত ব্যথা সইবো হারানোর শোকে
সরল এক বোন ছিল অতি আদুরে
যৌতুকের বলি হলো  স্বামীর ঘরে।
লাশটা ফেলে রাখে রেল লাইনে
ভুলতে পারি না সে দৃশ্য কোন মতে।
আলো করে এসেছিল এক রাজকন্যা
আমারও  ঘরে বয়েছিল  খুশির বন্যা।
চারদিন না পেরোতেই চলে গেল সে
আমারও বুক ভাসে হারনোর শোকে।