হাঁসের জন্য জলের ভেলা
ডুব দিয়ে জলে করে খেলা।
জল তাদের আপন ভুবন
জলে কাটে সারা জীবন।
জলের খেলায় মধুর প্রেমে
কাটে হাঁস-হাঁসির মিষ্টি  প্রহর।
তাহা দেখে বনের প্রতাপশালী
বাঘ বাঘীনি হলো পরশ্রীকাতর।
অন্যের সুখ সইতে না পেরে
খেতে চাইলো হাঁস হাঁসি।
বাঘ মামা ডুব দেয় জলে
হাঁসহাঁসি ডুব দেয় আর ভাসি।
হাঁসহাঁসি ধরতে, জলে ঝাপ দিয়ে
বাঘ বাঘিনী হলো ক্লান্ত।
হাঁসের নাগাল কি আর পায়
অবশেষে নিজেরাই হলো ক্ষান্ত।
হাঁসহাঁসি হাসিয়া কয়
ওরে বাঘমামা তোমারে সুধায়
শক্তি থাকিলে যেখানে সেখানে
প্রয়োগ করতে নাই।।