ঘুরলে চাকা চলে গাড়ি
হাওয়ার উপর করি বাড়ী,
জলের উপর আড়াআড়ি
ভাসাইলাম শখের তরী।
বেলুন উড়ে হাওয়ার জোরে
হাওয়ার উপর পাখি উড়ে,
হাওয়া না লাগলে পালে
তরী কি আর পাড়ে ভীড়ে?
আমার কীসের বাহাদুরি
পরের বাড়ি রঙিন করি,
হাওয়ার মেশিন যাদুকরী
হুকুম হইলেই থামে গাড়ি।
আমি উল্টা পাল্টা নড়িচড়ি
তবুও মহান সে হুকুমকারী।