কিছু অভিমান লুকানো ব্যথায়
কিছু কথা মনে  উহ্য রয়ে যায়।
হয় না বলা সে হৃদয়ের  কথা
সে না আসলে ভাঙেনা নীরবতা।
ছেড়ে দিলে পাখী ফিরবে বলে
ফিরে আসতো পাখী তোমার হলে।
কেন এ নীরবতা মনে নীরব কান্না
যে পাখী সব ভুলে ফিরে আসে না,
সে পাখি কখনো তোমার ছিল না।
বন্দী রেখে  পাখির মন ছুঁয়া যায় না।
হৃদয়ের কথা হৃদয় দিয়ে শুনতে হয়,
যে পাখি ফেরে না তার সব অভিনয়।।