ডাঙায় বাঘের ভয়ে তুমি
জলের মধ্যে বাঁধলে ঘর।
কুমির কী আর এত আপন
করবে তোমায় খুব আদর।
কুমিরের ভয়ে জল ছেড়ে
পাখী হতে তুমি চাইলে।
ভেবেছো কি ঝড়ো হাওয়ায়
কী হবে পাখির বাসা ভাঙলে?
জীবন কি আর পালের নৌকা
স্রোতের  দিকে শুধু ভাসবে?
দাঁড় টানা নৌকার মত
স্রোতের প্রতিকুলেও চালাবে।