আলো ঝলমলে সারি সারি
উড়াল সড়কের এই নগরী,
সেদিন ছিল না, ছিল আহাজারি,
আর্ত চিৎকারে ছিল বাতাস ভারী।
এই শহরে ছিল না সেদিন
নজর করা মুখরিত শপিংমল।
নিঃশব্দ চারিদিকে, ছিল না কোলাহল।
রঙ্গলিলায় মেতে ছিল হায়েনার দল।
আমার বোনের উপর চালিয়ে ছিল
এক অমানবিক বর্বর নির্যাতন,
বিরামহীন চালালো পাশবিক ধর্ষণ।
সেদিন মোটা লোহার তারে
বেধে রাখত বোনকে উলঙ্গ করে।
নৃশংস বর্বরতা ছিল কত।
পানি চাইলে ডাবের খোসায়,
হায়েনারা পস্রাব করে দিত।
কত ত্যাগের বিনিময়ে সেদিন
এ স্বাধীন দেশের জন্ম হলো।
কত রাজাকার, আলবদর
স্বাধীনতার মধুর স্বাদ পেল।
সেসব বীরাঙ্গনার ঘরে জন্ম
নেওয়া শিশুরা পাইনি সে স্বাদ,
জন্ম থেকে পেল শুধু অপবাদ।
অসহায় শিশুরা পেল না পরিচয়
রাষ্ট্র তাদের যু্দ্ধ শিশু কয়।