সে আসিত জলের ধারে
হয়ে  সুরের গীতালি।
জলের সাথে তাহার ছিল
গভীর প্রেমের মিতালী।
জলের উপর তার ছায়া
কেমনে ধরে রাখি।
আমার মনে সাধ জাগিত
ছায়ার পানে রেখে আঁখি।
শান বাঁধানো জলের ঘাটে
শৈবালে কম্পন লাগে।
তাহার পদ চিহ্ন যদি
মুছে যায় যাবার আগে।
বিরহী প্রহর কাটে না আর
জীবন গেল অপেক্ষায়।
জল পদ্মটি রোপন করেছে
কার ডাঙার বাগিচায়?