যুদ্ধ যুদ্ধ নেমে আসে ধ্বংস
শহর বন্দর আধুনিক সভ্যতা,
দেখছে বিশ্ব,যুদ্ধের বিভৎসতা।
ছোট্র শিশুর আর্ত চিৎকারে
পৃথিবীর বাতাস হয়ে উঠে ভারী।
লোভাতুর যু্দ্ধবাজদের আক্রমনে
সম্ভ্রম হারায় কত অবলা নারী।
নগর সভ্যতা নিমিষেই হয় শেষ
ধ্বংস হয়ে যায় দেশের পরিবেশ।
সম্রাজ্যবাজদের ইশারায় যুদ্ধ বাধে
ক্ষতির ঢেউ আসে গরীবের কাঁধে।
চলছে পারমানবিক অস্ত্রের মহড়া
পৃথিবীর শান্তি চায় না তারা।।