সৃষ্টি শীল কল্পনায় রাখ তুমি দৃষ্টি
কল্পনায় শুরু হয় গবেষনা সৃষ্টি।
পাখি নিয়ে না ভাবিলে জ্ঞানী
উড়োজাহাজ সৃষ্টি হত না জানি।
যদি না ভাবিত টিকটিকির বিচরন
তথ্য প্রযুক্তির হতো না এত উত্তরন।
চাঁদের সৌন্দর্য নিয়ে না ভাবিলে
চাঁদে যাওয়ার স্বাদ জাগিত না মনে।
গ্রহে থেকে গ্রহে যাবে মানুষ নিমেষে
বিজ্ঞানীরা না ভাবিলে সব হত মিছে।
ভাবনাগুলো  যতই হবে উদ্ভট
সৃষ্টি তোমার ততই হবে  বৃহৎ।
গতকালকের ভাবনা গুলোই
বিজ্ঞান করল সত্য আবিষ্কার।
সৃষ্টিশীল ভাবনা থেকে শুরু
হউক সৃষ্টির নেশা তোমার।।