সারা দিন শেষ করে কর্মব্যস্ততা
ক্লান্ত দেহে ঘুমিয়ে ছিল সে রাতে,
বাংলার কৃষক,শ্রমিক, জনতা।
মা'র কোলে শিশু,বরের পাশে নববধূ
শত স্বপ্নে মেহেদি রাঙানো হাতটি শুধু।
এমনি সেই রাতে রক্তখেকো বর্বর
হায়েনার দল পড়ল ঝাপিয়ে,
ঘুমন্ত নিরস্ত্র মানুষের উপর।
মুহূর্তেই কেঁপে উঠল নগর
মেশিনগান, মর্টারের শব্দে,
ভুবনবিধারী এক আচমকা ঝর।
লাশের পর লাশের সারি সারি
মায়ের পাশে শিশুর আহাজারি।
নববধূ র স্বপ্নের রঙিন বাসর
মুহূর্তেই করে দিল নীলাভ ধূসর।