কান্ডারি তুমি ভেবো না আজ
এ পথ শুধু তরল জলে পূর্ণ।
মৃদু হাওয়া লেগেছে পালে
অনায়াসে যাত্রা হবে সম্পূর্ণ।
জলের ভিতর লুকিয়ে থাকে
চুনোপুঁটি থেকে বিশাল হাঙর।
দানবেরা সুযোগে  দিবে ধাক্কা
চুনোপুঁটি নাচবে  নৌকার উপর।
শক্ত হাতে  দৃপ্ত মনে বসো মাস্তুলে
লগি হাতে চলো অকুতোভয় বীর।
বরফ খন্ড সজোরে আঘাত হানবে
হয়ো নাকো কভু কান্ডারী  অস্থির।
যাত্রীরা সব আছে অধীর আগ্রহে
তোমার দক্ষ নেতৃত্বের উপর।
আঁধার কেটে রাত্রি হবে শেষ
ফুঁটবে আলো হবে নির্মল ভোর।