পদ পদবী পেতে কাড়াকাড়ি,
তুচ্ছ কারনে হয় মারামারি।
কাড়াকাড়ি নিয়ে  বাড়াবাড়ি,
এভাবে আসে দিন আখেরি।।
আগে যেতে হবে আড়াআড়ি,
দুর্বলের উপর চলে বাহাদুরি।
নেড়ি কুকুর টানে বাঘের দাড়ি,
যোগ্যরা করে না পীড়াপীড়ি।।
অসৎ লোকের যেন ছড়াছড়ি,
চেয়ারে বসে আছে  আনাড়ি।
ভদ্রলোকের আছে আহাজারি,
দুষ্ট লোকের আজ দল ভারী।
দোষীরা করে আজ দাদাগিরি,
বিচার হয় যেন এলোপাথাড়ি।।