হরেক রকম কষ্টগুলি,আমায় ভালোবাসে
মেঘের মত ভেসে বেড়ায়,আমার আকাশে।
নানান রঙের কষ্টগুলি, আছে সারি সারি,
আমার আকাশ যেন তাদের আপন বসতবাড়ি।
কষ্টগুলি হতো যদি দামে বেচাকিনি
আমি হতাম এই শহরের  বিশাল এক ধনী।
সাদাকালো কষ্ট আসুক হঠাৎ বজ্রবেগে
আমি তো নই বালুর বাঁধ,ভাঙব বায়ুর আগে।
হলুদ রঙ্গের কষ্ট আসুক তীব্র দাবানলে,
আমি তো নয় খরকুটো,শুকনো পাতার দলে
পুড়ে ছাই হয়ে ভেসে যাব জলে।
কষ্টগুলি জড়ো হয়ে করুক আন্দোলন
জীবন যুদ্ধ লড়ে যাব এটাই হউক পণ।