পুষ্টিগুণে ভরপুর, মজাদার ফল খেজুর
আরবিতে খেজুরকে বলা হয় তুমুর।
কার্বোহাইড্রেট,ভিটামিন, আছে আয়রন
খেজুর খেলে,  সুস্থ থাকে  দেহ ও মন।
নানান জাতের খেজুর হয় আরবে বেশি
আজওয়া,মরিয়ম, সোগাই উন্নত বেশি।
রাসুলে করিম (সঃ) বপন করেছিলেন
সর্বপ্রথম আজওয়া খেজুরের বীচি,
তাইতো এ খেজুরের স্বাদ অনেক বেশি।
যাদু টুনা কাজ করে না খেলে এ খেজুর
খেজুর রস স্বাদে যেন আরো ভরপুর।।
ইফতারিতে খেজুরের সাথে নেই তুলনা
খেজুর ছাড়া ইফতারি যেন পূর্ণ হয় না।