খোকন সোনা খোকন সোনা
তুমি আমার রঙিন স্বপ্ন বুনা।
নকশিকাঁথার মাঠের মত
রঙিন স্বপ্ন আঁকি কত শত।
তুমি থাকো কোন আনমনে
সময় কাটাও মোবাইল ফোনে।
পড়াশোনায় নাই যে মন
মোবাইল গেমে থাকো সারাক্ষণ।
বইয়ের ফাঁকে মোবাইল রাখি
মায়ের চোখ দাও যে ফাঁকি।
খেলার মাঠে যাওনা না তুমি
দুশ্চিন্তায় থাকি যে আমি।
খেলাধুলা তুমি না করিলে
সুস্থ দেখ তুমি পাবে কেমনে?
খেলার সময় খেলতে যাবে
পড়ার সময় পড়তে বসবে।
মায়ের স্বপ্ন পূরণ করতে হবে
সুস্থ দেখে জ্ঞানী মানুষ হবে।
মায়ের কথা তুমি না শুনিলে
তোমার জীবন যাবে বিফলে।