ক্ষমতা চির স্থায়ী নয়
জোয়ার-ভাটার খেলায়,
সকালে বাঁধ ভাঙা স্রোত
বিকালে ধূঁ ধূঁ বালুময়।


ক্ষমতার মোহে কর বাতুলতা
ভুলে যাও বেমালুম,
ফেরাউন,নমরুদের ছিল ক্ষমতা।


ক্ষমতা কচুপাতার পানি
যতক্ষন থাকে টলমল করে,
একটু নাড়া খেলে যায় পড়ে।


খোদার নিরবতার সুযোগে
ইচ্ছে মত উঁড়ে বেড়াও।
যেদিন পড়বে সেদিন বুঝবে
মহান রবের কী পাকড়াও।