দুনিয়া জুড়ে হলো শুরু
অদৃশ্য জীবের সাথে যুদ্ধ।
বন্দী মোরা যে যার অবস্থানে
নিষ্ঠুর চারদেয়ালে আবদ্ধ।
ফেঁটে যাচ্ছে কত কষ্টে বুক
কতদিন দেখিনা মায়ের মুখ।
আমি থাকি পাথরে নগরে
কেমন আছো মা গ্রামের ছোট্র ঘরে?
দেশজুড়ে  কঠোর লকডাউন
মন পুড়লেও মানতে হবে  কানুন।
কত লাশ দাফন হচ্ছে গোরস্থানে
আবার কত লাশ পুড়ছে শ্মশানে,
মৃত্যুর মিছিল বড় হচ্ছে ক্ষনে ক্ষনে।।
হাসপাতালে নেই ঠাই করোনার রোগী
চোখের পলকে অবসান হচ্ছে এ জিন্দেগী।
কত মহাজন শিল্পপতি মরছে মুহুর্তে
টাকা পয়সা কাড়িকাড়ি যাচ্ছে না সাথে।।