তোমার চক্ষু অন্ধ হলে,দুনিয়া অন্ধকার হয় না
জলে কখনো আগুন ধরলে,জল দাহ্য বলে না।
সমূদ্রে পা ভিজালেই,গভীরতা মাপা যায় না
পর্বত আরোহন করলেই,তার সম উঁচু হবে না।
কুয়োর ভিতর বাস করে,কর পৃথিবীর রূপ বর্ণনা
পৃথিবীটা মস্ত বড়,জানার নেই তো কোন সীমানা।
পিঁপড়ার ভর সইতে অক্ষম,ব্যাঙের মত লাফাও
নিজেকে ভাইরাল করতে,বেফাস মন্তব্য করে যাও।
অন্ধের মত দেখে  হাতি,দেয়াল বলে কর প্রচার
পাহাড় তুমি না দেখিলে,পাহাড়ের কী দোষ আর?