আঁধার ঘরে আলো জ্বালাতে
যে আনলো কিনে প্রদীপ।
আলোকিত  হইলো গৃহ
সে নির্বাসিত  এক জীব।
এক ঘটি জলে দেহ ভিজিয়ে
মীনের সাথে কর বড়াই।
নিজে পুড়ে আলো দিল যে
তাকে বলো তুমি ছাই।
যে তোমাকে শিখিয়েছিল
কলম ধরার কৌশল।
তাকে তুমি মূর্খ বলে
পিটাও নিজের ঢোল।