আমি ল্যাম্পপোস্ট নই
শুধু চেয়ে চেয়ে দেখবো,
তুমি করে যাবে অভিনয়।

খবরের কাগজে ছাপা হয়
অপমৃত্যুর সংবাদ প্রতিদিন,
হয় না জানা সবার পরিচয়।

কত আঘাতে ভাঙে হৃদয়
স্বপ্নের অপমৃত্যু  হলে,
আসামি অগোচরেই রয়।

কত জীবনের হয় অবসান
ল্যাম্পপোস্টের মৃদু আলোয়,
তারা শুধু বোবা দারোয়ান ।