শত ছিন্ন বস্ত্র পরিধানকারী
সদা রিফুকর্ম করে বেড়াও।
অন্ধকারে নিজে আছো তুমি
অন্যকে মিছে আলো দেখাও।


তোমার কাছে যাহা আলো
আমার কাছে তাহা  আগুন।
ধোঁকা দাও মানুষের মনে
লেজকাটা শিয়ালের মতন।


জীবন তোমার চালুনির মত
সুচকে সদা  বল তুমি  ছেদা।
মনের সুখে হেসে বেড়াও শুধু
আসলে তুমি একটা  গাধা।।