ট্রেন চলেছে সরল বাটে
সরষে ফুলের হলুদ মাঠে।
নেচে গেয়ে ট্রেনের সাথে
জল রঙ্গে আঁকা হলুদ পরী,
ট্রেনের সাথে যেন দিচ্ছে পাড়ি।
এক স্টেশন হতে অন্য স্টেশনে
সীমানা পেরিয়ে ট্রেন ছুটে চলে,
ট্রেনের চালককে লকোমাস্টার বলে।
সকাল সন্ধ্যা ট্রেন চালিয়ে
সবাইকে গন্তব্যে পৌছে দিয়ে,
লকোমাস্টার নিজে বাড়ী ফিরে।
তাহার মাঝে কত দৃশ্য চোখে পড়ে।
মানুষের প্রিয়জনের মিলন দেখলে
গর্বে তাহার হৃদয় উঠে ভরে।
ব্যতিত হয় আবার অনেক বেশি
মানুষ যখন ট্রেণে কাটা পড়ে।
দুষ্কৃতকারী কত  ঢিল মারে ট্রেনে
মানুষ মেরে  ফেলে রাখে লাইনে।
এসব দৃশ্যের সাক্ষী ট্রেনের ড্রাইভার
তাকেই বলে ট্রেনের লকোমাস্টার।