মা যে আমার সবচেয়ে আপন, এ ত্রি ভুবনে
মায়ের কপালে টিপ দেব, আকাশের তারা এনে।
মাগো তোমার মুখের হাসি,জগতের চেয়ে দামী
ঐ মুখে থাকলে হাসি,আকাশের চাঁদ চাই নে আমি।
দমিয়ে রাখার কত বেড়াজাল মাকড়সার মত বুনে
তোমার দোয়ায় সবচেয়ে বেশি প্রেরণা আনে মনে।
মানুষের দেওয়া কষ্ট ভুলি,যখন দেখি তোমার মুখ
তাই তো তোমার আরেক নাম দিলাম আমি সুখ।