মান এবং হুশ
থাকিলে হয় মানুষ।
অহংবোধে পা ফেলিলে
পরোপকারে না আসিলে
মানুষ ভাবা ভুল।
ধোয়াশায় পথ হাঁটিলে
সত্য জ্ঞান না খুঁজিলে
পাবে না যে কূল।
মনুষ্যত্ব না থাকিলে
অন্ধকে পথ না দেখালে
মানুষ নামে হয় পুতুল।
পশুত্বকে ধারন করিলে
অন্যায়ভাবে প্রাণ জড়ালে
হারালে দু -কূল।
তোমার মরন আসিলে
জগতের মানুষ হাসিলে
মানব জীবন হবে ভুল।।