নিগূঢ়  বিভৎস  অন্ধকারে
হারিয়ে গেল নিজের ছায়া।
তবুও আমি থাকি অপেক্ষায়
এ কেমন অদ্ভুত মায়া।
এইতো সেদিন দেখা হয়েছিল
বেঁধেছিলে এক মায়ার বাঁধনে।
আলো ঝলমলে ফাগুন দিনে
হেঁটেছি কত পথ শুধু দুজনে।
দুজনে হাঁটি আজ  দুটি পথে
কত রং বদলায় এ জীবনে।
তবুও ফিরে ফিরে তাকায়
এ কেমন মায়ার বাঁধনে।