মার্কেটগুলো রঙিন সাজে সেজেছে
কেনাকাটা জম্পেস সবার জমেছে।
কেউ কিনছে শাড়ি, গয়না আর জামা
কারো চায় ঘড়ি,পাঞ্জাবি, পায়জামা।
একজন শুধু চেয়ে থাকে পথ পানে
নতুন শাড়ি গয়না তাহারে নাহি টানে।
সে আমার প্রিয়  আদরের মা জননী
কখন তার সন্তানেরা ফিরবে বাড়ি ?
মা বলত তোরা সব ভাই বোনেরা
একই বাসে সবাই উঠিস না যে তোরা।
চারিদিকে কত যে দূর্ঘটনার খবর
তোদের কিছু হল কি না ভাবি সারাক্ষন,
কেমন  করে উঠে যেন, বুকের ভিতর।